লাভ ও ক্ষতি
1. একটি বস্তুর ক্রয়মূল্য হল তার ধার্য্যমূল্যের 75%, যদি 15% ছাড় দেওয়া হলে, লাভ বা ক্ষতির শতাংশ কত হবে?
A. 12.44% ক্ষতি
B. 15% লাভ
C. 15.55% ক্ষতি
D. 13.33% লাভ
2. একটি বস্তুকে 12% লাভে বিক্রি করা হয়েছিল। আরও 33 টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে 14% লাভ হয়। বস্তুটির ক্রয়মূল্য কত?
A. 1850
B. 1750
C. 1800
D. 1650
3. 8 টি টেবিলের ক্রয়মূল্য 5 টি টেবিলের বিক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
A. 40%
B. 60%
C. 30%
D. 45%
4. একজন দোকানদার 360 টাকায় একটি জিনিস বিক্রি করলে 10% ক্ষতি হয়। 30% লাভ করতে হলে, জিনিসটির বিক্রয়মূল্য কত হতে হবে?
A. 520
B. 480
C. 740
D. 600
5. 45000 টাকায় একটি জিনিস বিক্রি করে এক ব্যক্তির 10% ক্ষতি হয়। 10% লাভ করার জন্য তাকে কত টাকায় জিনিসটি বিক্রি করতে হবে?
A. 55700
B. 67500
C. 75500
D. 57500
6. একজন দোকানদারের একটি পণ্যে 20% ছাড় দেওয়ার পরেও 8% লাভ হয়। বস্তুটির ক্রয় মূল্য 500 টাকা হলে ধার্য্য মূল্য কত ছিল?
A. 765
B. 575
C. 875
D. 675
7. রামকুমার 41000 টাকায় দুটি টিভি কেনেন। একটি টিভি বিক্রি করে তার 20% লাভ হয় এবং অন্য টিভি বিক্রি করে 15% ক্ষতি হয়। দুটি টিভির বিক্রয় মূল্য একই হলে তার মোটের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করো।
A. 200 টাকা ক্ষতি
B. 400 টাকা ক্ষতি
C. 200 টাকা লাভ
D. 400 টাকা লাভ
8. মুদিখানা দ্রব্যের দাম 25% বৃদ্ধি পায়। দ্রব্য গুলির ব্যয় অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে?
A. 20%
B. 25%
C. 67%
D. 50%
9. 1750 টাকায় বিক্রি করার পরিবর্তে 1800 টাকায় একটি টেবিল বিক্রি করলে 4% বেশি লাভ হয়। টেবিলটির ক্রয়মূল্য কত?
A. 1250
B. 12500
C. 125
D. 50
10. একজন দোকানদার একটি পণ্যের ধার্য মূল্যের উপর 18% ছাড় দেয় এবং 23% লাভ করে। যদি পণ্যটি বিক্রি করে 1840 টাকা লাভ হয়, তাহলে পণ্যটির ধার্য মূল্য কত?
A. 15000
B. 12000
C. 9840
D. 10000
11. আপেলের মোট মূল্য 700 টাকা। এগুলি প্রতি ডজন 96 টাকা হারে বিক্রি করা হলে, শতকরা লাভ কত?
A. 26/3%
B. 100/7%
C. 169/7%
D. 92/7%
12. একজন দোকানদার একটি পণ্যের মূল্য ক্রয় মূল্যের চেয়ে 10% বেশি ধার্য করেন। ছাড় দেওয়ার পরে, তিনি 5% লাভ করেন। শতকরা ছাড় কত নির্ণয় করো।
A. 4.54%
B. 5.54%
C. 3%
D. 4%
13. একজন ব্যবসায়ী একটি পণ্যে 10% ছাড় দেয়। 10%লাভ করতে পণ্যটিকে ক্রয় মূল্যের কত শতাংশ বেশি ধার্য্য করতে হবে?
A. 20.22%
B. 15.22%
C. 11.22%
D. 22.22%
14. একটি বস্তুর ধার্য মূল্য 150 টাকা। একজন দোকানদার বস্তুটিতে 20% ছাড় দেয়। দোকানদারটি 25% লাভ করলে বস্তুটির ক্রয় মূল্য কত?
A. 96
B. 72
C. 120
D. 144
15. একজন বিক্রেতা 7 টাকায় 10 টি কলম বিক্রি করে 40% লাভ করে, একটি কলমের ক্রয় মূল্য কত?
A. 0.60
B. 0.56
C. 0.50
D. 0.45
16. 42 টি পণ্যের ক্রয়মূল্য 36 টি পণ্যের বিক্রয় মূল্যের সমান। মোট লাভ বা ক্ষতি কত?
A. 16 ⅔% ক্ষতি
B. 14⅐% ক্ষতি
C. 14⅐% লাভ
D. 16⅔% লাভ
17. একটি বস্তুর ধার্য মূল্য 200 টাকা। পরপর দুটি ছাড়ে একজন ক্রেতা বস্তুটিকে 150 টাকায় ক্রয় করে। যদি একটি ছাড় 10% হয়, তাহলে অন্য ছাড়টি কত?
A. 16.66%
B. 20%
C. 12.5%
D. 11.11%
18. একটি বস্তুর ক্রয় মূল্য 5000 টাকা। বস্তুটিকে কত টাকায় বিক্রয় করা হলে 25% লাভ হবে?
A. 8250
B. 7250
C. 5250
D. 6250
19. একটি ঘড়ি 5% ক্ষতিতে বিক্রি করা হল। যদি ক্রয়মূল্য 20% বেশি হত এবং বিক্রয়মূল্য 115 টাকা কম হত, তাহলে 40% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
A. 550
B. 500
C. 450
D. 520
20. কোনো বস্তুর ধার্য্য মূল্যের উপর 25% এর পরপর তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় হবে —
A. 62.35%
B. 60.25%
C. 56.45%
D. 57.41%
21. 5 টাকায় 6 টি জিনিস কিনে 6 টাকায় 5 টি জিনিস বিক্রি করলে লাভের শতকরা হার কত?
A. 33%
B. 30%
C. 44%
D. 25%
22. A 25% লাভে B কে একটি পণ্য বিক্রি করে। B 10% ক্ষতিতে C কে সেটি বিক্রি করে। এই বিক্রিতে C এর ক্রয়মূল্য A এর ক্রয়মূল্যের কত শতাংশ?
A. 112.5%
B. 97.5%
C. 110%
D. 87.5%
23. নীচের কোনটি লাভদায়ক?
I. 10% এবং 20% এর ক্রমিক ছাড়।
II. 20% এবং 10% এর ক্রমিক ছাড়।
A. I
B. দুটোই সমান
C. II
D. নির্ণয় করা যায় না
24. একটি পণ্যের ক্রয়মূল্য 380 টাকা। লাভ হয় ক্রয়মূল্যের 20% এবং প্যাকিং খরচ বিক্রয়মূল্যের 5% হলে, মোট বিক্রয়মূল্য কত?
A. 480
B. 510
C. 470
D. 486.50
25. একটি দ্রব্যের মূল্য ক্রয়মূল্যের থেকে শতকরা কতটা বাড়িয়ে রাখলে 22% ছাড় দেবার পরও 17% লাভ হবে?
A. 45%
B. 35%
C. 50%
D. 28%