আয়নীয় ও সমযোজী বন্ধন

Sourav Sir
0

 আয়নীয় ও সমযোজী বন্ধন


সঠিক উত্তরটি নির্বাচন করো 

1. প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ —

A. HCL

B. CH₄

C. MgCl₂

D. NH₃

2. কোন যৌগটির ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না —

A. NaCl

B. KCl

C. CaO

D. LiH

নিচের কোন মৌলের অণুর মধ্যে ত্রিবন্ধন থাকে? 

A. Cl

B. N

C. P₄

D. S₈

3. নিচের কোনটিতে অণুর অস্তিত্ব আছে? 

A. সোডিয়াম ক্লোরাইড 

B. ক্যালসিয়াম ফ্লুরাইড 

C. ইউরিয়া 

D. লিথিয়াম ব্রোমাইড 

4. সমযোজী যৌগটি হল —

A. ম্যাগনেসিয়াম ক্লোরাইড 

B. সোডিয়াম ফ্লুরাইড 

C. ক্যালসিয়াম অক্সাইড 

D. হাইড্রোজেন ক্লোরাইড 

5. কোন সমযোজী যৌগটি দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়? 

A. CHCl₃

B. CH₄

C. CCl₄

D. HO

6. প্রতিদিনের জীবনে ব্যবহৃত তড়িৎযোজী যৌগটি হল —

A. জল

B. চিনি

C. খাদ্যলবণ

D. কেরোসিন 

7. কোন মৌলটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? 

A. CH₄

B. NaCl

C. CO

D. HO

8. কোন অণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই —

A. অ্যামোনিয়া 

B. হাইড্রোজেন ফ্লুরাইড 

C. অ্যাসিটিলিন 

D. জল

9. নিচের কোন যৌগের মধ্যে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী তিন প্রকার বন্ধন আছে? 

A. HO

B. KCl

C. NaNO₃

D. NHCl






1. ইলেকট্রন স্থানান্ত্করণ ও তরিদাকর্ষণের মাধ্যমে যৌগ গঠনের ধারণার চিন্তা খোলেন বিজ্ঞানী কোসেল। (সত্য/মিথ্যা) 

উত্তর - সত্য

2. সমযোজী মৌল কোন দ্রাবকে দ্রবীভূত হয়? 

উত্তর - ধ্রুবীয় দ্রাবকে (জৈব দ্রাবকে)

3. আয়নীয় যৌগগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। (সত্য/মিথ্যা) 

উত্তর - মিথ্যা

 4. আয়নীয় যৌগে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই। (সত্য/মিথ্যা)

উত্তর - সত্য 

5. কোন প্রকার যৌগের সমাবয়বতা ধর্ম দেখতে পাওয়া যায়? 

উত্তর - জৈব যৌগে

6. Na ও Cl পরমাণু দুটি পরস্পরের সঙ্গে কি যোজ্যতা যুক্ত হয়?

উত্তর - তড়িৎযোজী 

7. ক্যালসিয়াম অক্সাইড (CaO) এ সমযোজী না তড়িৎযোজী বন্ধন বর্তমান?

উত্তর - তড়িৎযোজী

8. একটি মৌলের পরমাণুক্রমাঙ্ক 12, এর সাথে ক্লোরিনের বিক্রিয়া সমযোজী না তড়িৎযোজী যৌগ উৎপন্ন হবে?

উত্তর - তড়িৎযোজী 

9. সমযোজী দ্বিবন্ধন আছে এমন একটি মৌলিক অণুর উদাহরণ দাও।

উত্তর - O

10. সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অনুর নাম লেখো

উত্তর - নাইট্রোজেন 

11. সমযোজী  যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর কথাটি ব্যবহৃত হয় কেন?

উত্তর - সমযোজী যৌগগুলির অণুর স্বতন্ত্র অস্তিত্ব আছে তাই যৌগ গুলির ক্ষেত্রে আণবিক ভর কথাটি ব্যবহৃত হয়।।

12. প্রদত্ত কোনগুলি তড়িৎযোজী ও কোনগুলি সমযোজী? 

উত্তর - HCl, HO, KCl, Cl





1. অষ্টক সূত্রটি বিবৃত করো।

উত্তর - মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 8 হলে পরমাণুটির সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং বলা হয় যে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন অষ্টক পূর্ণ হয়েছে। রসায়ন শাস্ত্রে এটি অষ্টক সূত্র নামে পরিচিত।

2. সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে "সাংকেতিক ওজন" কথাটি ব্যবহার করা সঙ্গত কেন?

উত্তর - 

3. একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টকনীতি মান্য করে না।

উত্তর - 

4. আয়নীয় ও সমযোজী যৌগের ক্ষেত্রে অষ্টক পূর্তি ঘটেনা এরূপ একটি করে উদাহরণ দাও।

উত্তর 

5. তড়িৎযোজী ও সমযোজী যৌগের দুটি পার্থক্য লেখো।

উত্তর - 

6. গ্লুকোজ ও সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে কোনটির গলনাঙ্ক বেশি যুক্তি সহ লেখো।

উত্তর - 

7. সমযোজ্যতা কাকে বলে? 

উত্তর - নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটি ভিন্ন বা অভিন্ন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহার করে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে মিলিত হওয়ার যে ক্ষমতা অর্জন করে তাকে সমযোজ্যতা বলে।

8. সমযোজী যৌগের গলনাঙ্ক তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক অপেক্ষা কম হয় কেন? 

উত্তর - 

9. একটি সমযোজী যৌগের নাম করো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে। 

উত্তর - HCl গ্যাস

10. দেখাও যে F আয়নীয় বন্ধন গঠন করে Na এর সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। (H, F ও Na এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 9 ও 11)

উত্তর - 

11. দুটি মৌল A ও B এর পারমাণবিক ক্রমাঙ্ক 19 এবং 17, A ও B রাসায়নিকভাবে যুক্ত হলে কী ধরনের যৌগ গঠন করবে? যৌগটির সংকেত লেখো।

উত্তর 

12. Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত ও কেন? 

উত্তর - 

13. লুইস ডট চিত্র অঙ্কন করো।

CO2, NH₃, N, CCl₄, CH, HO, MgO, CaO

উত্তর - 

14. ম্যাগনেসিয়াম ক্লোরাইড (MgCl) এর গঠন ইলেকট্রন ডট পদ্ধতিতে দেখাও।

সোডিয়াম এবং হাইড্রোজেন পরস্পরের সঙ্গে কোন প্রকার বন্ধনে আবদ্ধ হয় তা দেখাও। 

উত্তর - 

15. ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও CaO তে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়।

উত্তর - 

16. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও। 

উত্তর -


Post a Comment

0Comments

Post a Comment (0)