8. পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ

Sourav Sir
0

 8. পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ


সঠিক উত্তরটি নির্বাচন করো।

1. কোনটি ক্ষার ধাতুর শ্রেণী? 

A. IA

B. IIA

C. VIIB

D. শূন্য শ্রেণী 

2. কোনটি ক্ষার ধাতু নয়? 

A. Cs

B. Rb

C. K

D. Al

3. নিচের কোন জোড়টি একই শ্রেণীভুক্ত?

A. Na, Mg

B. B, C

C. N, O

D. O, S

4. তৃতীয় পর্যায়ের চালকোজেন মৌলটি হল —

A. As

B. S

C. Ge

D. Sc

5. প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? 

A. Fe

B. Co

C. Ca

D. Cr

6. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা —

A. 30

B. 14

C. 28

D. 10

7. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা —

A. 14

B. 12

C. 15

D. 13

8. কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয় —

A. পরমাণুর ব্যাসার্ধ 

B. গলনাঙ্ক 

C. জারণ বিজারণ 

D. তড়িৎ ঋণাত্মকতা ধর্ম

9. প্রদত্ত কোন মৌলটির জারন ধর্ম সবচেয়ে বেশি?

A. O

B. F

C. N

D. B

10. মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো —

A. O>N>C>F

B. F>O>N>C

C. F>N>C>O

D. F>N>O>C

11. O, Ne, C, Li মৌলগুলির আয়নীয় শক্তির বৃদ্ধির সঠিক ক্রমটি হল —

A. Ne<C<Li<O

B. Li<C<O<Ne

C. Li<O<Ne<C

D. C<Li<Ne<O

12. কোন হ্যালোজেন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম?

A. F

B. Br

C. I

D. Cl

13. নীচের কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক?

A. অক্সিজেন 

B. হাইড্রোজেন 

C. ক্লোরিন

D. নাইট্রোজেন 


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: (প্রশ্নের মান 1)

1. দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ সংখ্যা কটি? 

Answer: 18 টি

2. একা অ্যালুমিনিয়ামের বর্তমান নাম কী?

Answer: গ্যালিয়াম (Ga)

  • একা বোরন — স্ক্যানডিয়াম (Sc)
  • একা সিলিকন — জার্মেনিয়াম (Ge)

3. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির নাম লেখ। 

Answer: 2 নং শ্রেণীর ধাতুগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে। 

বেরিলিয়াম (Be), ম্যাগনেশিয়াম (Mg), ক্যালশিয়াম (Ca), স্ট্রনশিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra)।

4. ধাতুকল্প গুলির নাম লেখ। 

Answer: ধাতুকল্পগুলি হলো বোরন (B), সিলিকন (Si), জার্মেনিয়াম (Ge), আর্সেনিক (As), অ্যান্টিমনি (Sb), টেলুরিয়াম (Te), পোলোনিয়াম (Po)।

5. বিরল মৃত্তিকা মৌলগুলির (Lanthanides) নাম লেখো।

Answer: Ce, Pr, Nd, Pm, Sm, Eu, Gd, Tb, Dy, Ho, Er, Tm, Yb এবং Lu

6. মুদ্রা ধাতুগুলির নাম লেখো।

Answer: তামা (Cu), রূপো (Ag), সোনা (Au)

7. চ্যালকোজেন মৌলগুলির নাম লেখো।

Amswer: O, S, Se, Te, Po

8. হ্যালোজেন মৌল গুলি দীর্ঘ পর্যায় সারণির কোন শ্রেণীতে অবস্থিত? 

Answer: 17 নং

  • হ্যালোজেন মৌলগুলি হল — F, Cl, Br, I

9. হ্যালোজেন কথাটির অর্থ কি? 

Answer: সমুদ্রজাত লবণ

10. তরল হ্যালোজেন মৌল কোনটি? 

Answer: ব্রোমিন

11. নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলির নাম লেখো।

Answer: হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn)।

12. ইউরেনিয়ামোত্তর মৌলগুলির নাম লেখো।

Answer: নেপচুনিয়াম (Np), প্লুটোনিয়াম (Pu), অ্যামেরেশিয়াম (Am) প্রভৃতি।

13. কোন ক্ষারীয় মৃত্তিকা মৌলটি তেজস্ক্রিয়? 

Answer: রেডিয়াম (Ra)

14. তেজস্ক্রিয় ক্ষার ধাতুটির নাম লেখো।

Answer: ফ্রান্সিয়াম (Fr)

15. সন্ধিগত মৌলের একটি বৈশিষ্ট্য লেখো।

Answer: বেশিরভাগ সন্ধ্যিগত মৌলই পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।

মার্কারি (তরল) ছাড়া সকল সন্ধ্যিগত মৌলই কঠিন ধাতু।

16. দুষ্ট মৌল কাকে বলা হয়? 

Answer: হাইড্রোজেন (H)

17. হাইড্রোজেন এর সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো।

Answer: i. হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল কিন্তু হ্যালোজেন গুলি তড়িৎ ঋণাত্মক মৌল। 

ii. হাইড্রোজেন বিজারক দ্রব্য কিন্তু হ্যালোজেন গুলি জারক দ্রব্য।

18. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কত নম্বর শ্রেণীতে তিনটি ভৌত অবস্থার মৌল একসাথে থাকে?

Answer: 17 নং

19. কোনো মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 18 হলে, মৌলটির যোজ্যতা কত?

Answer: শুন্য

20. দ্বিতীয় পর্যায়ে থাকা ক্ষারীয় মৃত্তিকা মৌল কোনটি? 

Answer: বেরিলিয়াম (Be)

21. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল কোনটি? 

Answer: Rn (রেডন)

22. সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? 

Answer: হিলিয়াম (He)

23. পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উল্লেখ করো। 

Answer: মৌলের বর্ণ, গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা ইত্যাদি পর্যায়গত বা পর্যাবৃত্ত ধর্ম নয়।

24. "দ্রাব্যতা একটি পর্যায়গত ধর্ম" — বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো।

Answer: মিথ্যা

25. মৌলগুলিকে তাদের তড়িৎ-ঋণাত্মকতার অধঃক্রমে সাজাও: Mg, Cl, Al, P

Answer: Mg<Al<P<Cl

26. তড়িৎ ঋণাত্মকতার উর্ধ্বক্রমে সাজাও: Cl, Br, I ও F

Answer: I>Br>Cl>F

27. নীচের মৌলগুলিকে তাদের পারমাণবিক ব্যাসার্ধের উর্ধ্বক্রমে সাজাও: Be, Cl, F, Li

Answer: F>Be>Li>Cl

28. নীচের মৌল গুলিকে জারণ ক্ষমতা অনুসারে উর্ধ্বক্রমে সাজাও: Ar, Al, Mg, S

Answer: Mg>Al>S>Ar

29. সর্বাপেক্ষা তড়িৎ ধনাত্মক মৌল কোনটি? 

Answer: সিজিয়াম (Cs)

30. তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? 

Answer: ফ্লুরিন (F)

31. তীব্রতম জারক মৌল কোনটি? 

Answer: ফ্লুরিন (F)

32. পর্যায় সারণির কোন শ্রেণীর মৌলের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি? 

Answer: 17 নং 

33. অভিজাত মৌল কাকে বলে?

Answer: যে সকল মৌল বিভিন্ন প্রতিকুল অবস্থায় যেমন, বৃষ্টি, কুয়াশা কাদা ধুলা-বালি ইত্যাদি তে সহজে নষ্ট হয় না সেই সকল মৌলকে অভিজাত মৌল বলা হয়। 

যেমন, Au, Pb, Hg, Pt, As, Rb, Cs অভিজাত মৌল।


নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রশ্নের মান ৩)

1. আধুনিক পর্যায় সূত্রটি লেখো।

2. তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝ?

3. A ও B মৌলদুটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20, (i) মৌল দুটির কোন্ পর্যায় ও কোন শ্রেণিতে অবস্থিত? (ii) তারা কী জাতীয় যৌগ গঠন করবে? (iii) যৌগটির সংকেত কী হবে?  1+1+1

4. A, B এবং C মৌলগুলির পারমাণবিক সংখ্যা হলো যথাক্রমে 3, 11 এবং 19।

(i) মেন্ডেলিভের পর্যায় সারণিতে মৌল তিনটির অবস্থান কোন শ্রেণীতে?

(ii) এদের মধ্যে কোনটির ধাতব গুণ সবচেয়ে বেশি?

(iii) B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী না সমযোজী যৌগ উৎপন্ন হবে?



Post a Comment

0Comments

Post a Comment (0)