জেনারেল নলেজ (Set 1) - General Knowledge
জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর
1. ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতীয় উদ্যান আছে?
A. উত্তর প্রদেশ
B. মধ্য প্রদেশ
C. রাজস্থান
D . জম্মু ও কাশ্মীর
2. ভারতের বাইরে মারা যাওয়া একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী কে?
SSC GD Previous (Held On: 11 March 2019 Shift 1)
A. ইন্দিরা গান্ধী
B. লাল বাহাদুর শাস্ত্রী
C. মোরারজি দেশাই
D. জওহরলাল নেহরু
3. ভারত, পৃথিবীর স্থলভাগের _______ অংশ জুড়ে রয়েছে। (আনুমানিক)
NTPC Tier I (Held On: 3 Apr 2016 Shift 3)
A. 2.8%
B. 2.4%
C. 2.0%
D. 3.2%
4. ভারতের কোন রাজ্যের সর্বাধিক সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে?
A. মধ্যপ্রদেশ
B. কর্ণাটক
C. অন্ধ্র প্রদেশ
D. উত্তরপ্রদেশ
5. ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন?
NTPC CBT-I (Held On: 16 Jan 2021 Shift 2)
A. এইচ ডি দেবেগৌড়া
B. ভি পি সিং
C. গুলজারিলাল নন্দা
D. আই কে গুজরাল
6. গোয়া কবে ভারতের 25তম রাজ্যে পরিণত হয়েছে?
RRB NTPC CBT 2 Level -6 (Held On: 9 May 2022 Shift 2)
A. 30শে মে 1990
B. 30শে মে 1986
C. 30 মে 1987
D. 30শে মে 1988
7. নিম্নলিখিতদের মধ্যে কে ছিলেন ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী?
SSC Matric Level (Held on: 14 Nov 2020 Shift 1)
A. সুচেতা কৃপালনী
B. অমৃত কৌর
C. সরোজিনী নাইডু
D. বিজয়লক্ষ্মী পণ্ডিত
8. ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি তুলা উৎপাদন করে?
A. গুজরাট
B. রাজস্থান
C. মধ্য প্রদেশ
D. গোয়া
9. ভারতের অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের ____________।
SSC CHSL (Held On: 4 March 2018 Shift 3)
A. মুখ্য হিসাবরক্ষক আধিকারিক
B. মুখ্য আইন আধিকারিক
C. মুখ্য হিসাব নিয়ামক আধিকারিক
D. মুখ্য নির্বাচন আধিকারিক
10. ভারতের প্রথম সেমি-হাই স্পিড ট্রেন "বন্দে ভারত" কোন কোন স্টেশনের মধ্যে চলে?
A. বারাণসী থেকে নয়াদিল্লি
B. নয়াদিল্লি থেকে জম্মু
C. নয়াদিল্লি থেকে মুম্বাই
D. নয়াদিল্লি থেকে লখনউ
11. ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্য কোনটি?
RRC Group D (Held On: 4 Dec 2018 Shift 2)
A. কেরালা
B. তেলঙ্গানা
C. হিমাচল প্রদেশ
D. তামিলনাড়ু
12. ভারতের কোন শহর দাক্ষিণাত্যের রানী (Queen of Deccan) নামেও পরিচিত?
SSC CHSL Tier-I Exam 2022 (Held On: 13 March, 2023 Shift 4)
A. আহমেদাবাদ
B. পুনে
C. অমৃতসর
D. পুদুচেরি
13. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম কার্বন-মুক্ত রাজ্য (India's first carbon-free state) হওয়ার গৌরব অর্জন করেছে?
SSC CHSL Exam 2023 Tier-I (Held On: 04 Aug, 2023 Shift 1)
A. অরুণাচল প্রদেশ
B. হিমাচল প্রদেশ
C. মধ্য প্রদেশ
D. কেরালা
14. নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি আন্তর্জাতিক সীমানা ভাগ করে না?
NTPC CBT 2 2016 (Held On: 18 Jan 2017 Shift 1)
A. পশ্চিমবঙ্গ
B. হরিয়ানা
C. হিমাচল প্রদেশ
D. পাঞ্জাব
15. নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে?
A. অন্ধ্রপ্রদেশ
B. গুজরাট
C. তামিলনাড়ু
D. কেরালা
ANSWERS
1. B. মধ্য প্রদেশ
2. B. লাল বাহাদুর শাস্ত্রী
3. B. 2.4%
4. D. উত্তরপ্রদেশ
5. C. গুলজারিলাল নন্দা
6. C. 30 মে 1987
7. B. অমৃত কৌর
8. A. গুজরাট
9. B. মুখ্য আইন আধিকারিক
10. A. বারাণসী থেকে নয়াদিল্লি
11. A. কেরালা
12. B. পুনে
13. B. হিমাচল প্রদেশ
14. B. হরিয়ানা
15. B. গুজরাট