1. পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা
WBBSE Class VI Poribesh O Biggyan Chapter 1 MCQ Questions and Answers.
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় "পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা" MCQ প্রশ্ন ও উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় — (উদ্ভিদ থেকে/ প্রাণী থেকে/ ছত্রাক থেকে/ ব্যাকটেরিয়া) থেকে।
উত্তর - ব্যাকটেরিয়া থেকে।
2. কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় — সুতো/ সুতলি দড়ি/ উল/ চটের বস্তা।
উত্তর - উল।
3. পিঁপড়ের সঙ্গে মিথোজীবী সম্পর্ক আছে — ক্লাউন মাছের/ জাব পোকার/ সন্ন্যাসী কাঁকড়ার/ অ্যাজোলার।
উত্তর - জাব পোকার।
• মিথোজীবী সম্পর্ক:
- গো-বক - গোরু
- সাগরকুসুম - ক্লাউন মাছ
- সাগরকুসুম - সন্ন্যাসী কাঁকড়া
- পিঁপড়ে - জাব পোকা (Aphid)
- গন্ডার - গো-বক/শালিক
4. ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? — হাড়ে/ লোহিত রক্তকণিকায়/ ফুসফুসে/ যকৃতে।
উত্তর - যকৃতে।
[ফিতাকৃমি একটি পরজীবি প্রাণী।
ফিতাকৃমি পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, যকৃতে বাসা বাঁধে।]
5. ম্যালেরিয়ার ওষুধ কুইনাইনের উৎস — সিংকোনা গাছের ছাল/ সর্পগন্ধা গাছের মূল/ তুলসি গাছের পাতা/ ধুতুরা গাছের ফল।
উত্তর - সিংকোনা গাছের ছাল।
6. একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হল — ব্যাঙের ছাতা/ স্বর্ণলতা/ কুল গাছ/ মটর গাছ।
উত্তর - স্বর্ণলতা।
• পরজীবী প্রাণীর নাম :
- উকুন
- যক্ষার জীবাণু
- ফিতাকৃমি
- ম্যালেরিয়ার জীবাণু
- আমাশয়ের জীবাণু
7. যে গাছ থেকে কুইনাইন পাওয়া যায় সেটি হল — সিংকোনা/ পাইন/ বেলেডোনা/ সর্পগন্ধা।
উত্তর - সিংকোনা।
8. সাগরকুসুম ( Sea anemone) এর সঙ্গে যে প্রাণীটি মিথোজীবী সম্পর্কে আবদ্ধ থাকে সেটি হল — সাগর কলম/ গো বক/ সন্ন্যাসী কাঁকড়া/ ব্যাকটেরিয়া।
উত্তর - সন্ন্যাসী কাঁকড়া।
9. দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া সেটি হল — ইস্ট/ স্ট্রেপ্টোমাইসেস/ ল্যাক্টোব্যাসিলাস/ ডিপ্লোকক্কাস।
উত্তর - ল্যাক্টোব্যাসিলাস।
10. তন্তু দিয়ে তৈরি হয় — কাঠ/ দড়ি/ বাড়ি।
উত্তর - দড়ি।
11. উদ্ভিদ খাদ্য তৈরি সময় ত্যাগ করে — অক্সিজেন/ কার্বন/ কার্বন ডাই অক্সাইড।
উত্তর - অক্সিজেন।
12. সিল্কের সুতো পাওয়া যায় — (মাকড়সা/ প্রজাপতি/ রেশম মথ) থেকে।
উত্তর - রেশম মথ থেকে।
13. উকুন — (পরজীবী/ স্বভোজী/ মিথোজীবী) প্রাণী।
উত্তর - পরজীবী প্রাণী।
14. ইস্ট একটি — শ্যাওলা/ প্রোটোজয়া/ ছত্রাক।
উত্তর - ছত্রাক।
15. কোন উদ্ভিদের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয়? — সর্পগন্ধা/ সিঙ্কোনা/ বাসক/ তুলসী।
উত্তর - সিঙ্কোনা।
16. কড, হাঙর, ইত্যাদি সামুদ্রিক মাছের যকৃতে কোন ভিটামিন বেশি থাকে? — A/ B/ C/ D
উত্তর - ভিটামিন D
17. মধু পাওয়া যায় — (মৌমাছি/ ফড়িং/ বোলতা) থেকে।
উত্তর - মৌমাছি থেকে।
18. পরজীবী প্রাণীর নাম — ইঁদুর/ উকুন/ মাছ।
উত্তর - উকুন।
19. আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে — গরু/ কাক/ ঘোড়া।
উত্তর - কাক।
20. গাছ খাবার তৈরি করার সময় — (অক্সিজেন/ কার্বন ডাই অক্সাইড/ নাইট্রোজেন) গ্যাস গ্রহণ করে।
উত্তর - কার্বন ডাই অক্সাইড
21. আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? — ভিটামিন A/ ভিটামিন D/ ভিটামিন E/ ভিটামিন K
উত্তর - ভিটামিন A
🔗 পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা SAQ