বয়স সংক্রান্ত প্রশ্ন - Age Related Problems

Sourav Sir
0

 বয়স সংক্রান্ত প্রশ্ন - Age Related Problems 




1. ছয় বছর আগে, P এবং Q দুই ব্যক্তির বয়সের অনুপাত 3: 2 ছিল। চার বছর পরে, তাদের বয়সের অনুপাত 8: 7 হলে, P এর বয়স কত?

NTPC Tier I (Held On: 2 Apr 2016 Shift 2)

A. 10 বছর 

B. 12 বছর 

C. 14 বছর 

D. 8 বছর 

2. চার বছর আগে, A এবং B-এর গড় বয়স ছিল 18 বছর। বর্তমানে A, B এবং C-এর গড় বয়স 24 বছর। 4 বছর পর C-এর বয়স কত হবে?

A. 28 বছর

B. 30 বছর

C. 32 বছর

D. 34 বছর

3. এখন থেকে সাত বছর পর বিরাটের বয়স হবে মহিন্দরের বয়সের দ্বিগুণ। পাঁচ বছর আগে মহিন্দরের বয়স ছিল বিরাটের বয়সের 2/5 অংশ থেকে এক বছর কম। বিরাটের বর্তমান বয়স কত?

RRB ALP (Held On: 9 Aug 2018 Shift 1)

A. 53 বছর

B. 57 বছর

C. 51 বছর

D. 55 বছর

4. দুইজন ব্যক্তির বয়সের মধ্যে পার্থক্য 10 বছর, 15 বছর আগে, বড়োজনের বয়স ছোটোজনের বয়সের দ্বিগুণ ছিল। বয়সে বড়ো ব্যক্তিটির বর্তমান বয়স কত?

A. 25 বছর

B. 35 বছর

C. 45 বছর

D. 40 বছর

5. রহিম ও তার কাকার বয়সের পার্থক্য 30 বছর। 7 বছর পর তাদের বয়সের যোগফল যদি 66 বছর হয়, তাহলে কাকার বয়স কত হবে?

A. 51 বছর

B. 49 বছর

C. 39 বছর

D. 41 বছর

6. P-এর বয়স Q এর বয়সের থেকে যতটা কম, R এর বয়সের থেকে তত বেশি। যদি Q এবং R-এর বয়সের যোগফল 72 বছর হয়, তাহলে P এর বয়স কত?

SSC GD Constable (2 Feb 2023 Shift 1)

A. 16 বছর

B. 36 বছর

C. 26 বছর

D. 46 বছর

7. 3 বছর পর জিতেনের বয়স তাঁর বর্তমান বয়স এবং 8 বছর আগের বয়সের গড়ের দ্বিগুণ হবে। 5 বছর আগে জিতেনের বয়স কত ছিল?

SSC CHSL Tier-I Exam 2022 (Held On: 13 March, 2023 Shift 2)

A. 7 বছর

B. 8 বছর

C. 11 বছর

D. 6 বছর

8. চার বছর আগে শ্যামের বয়স ছিল রামের বয়সের ¾ গুণ। চার বছর পর শ্যামের বয়স হবে রামের বয়সের ⅚  গুণ। শ্যামের বর্তমান বয়স কত?

SSC MTS (Held on: 26 July 2022 Shift 1)

A. 24 বছর

B. 20 বছর

C. 16 বছর

D. 15 বছর

9. S এবং A এর বর্তমান বয়সের অনুপাত হল যথাক্রমে 5 : 4, তিন বছর পরে তাদের বয়সের অনুপাত হয় যথাক্রমে 11 : 9, S এর বর্তমান বয়স কত?

RRC Group D (Held On: 10 Oct 2018 Shift 1)

A. 24

B. 30

C. 40

D. 27

10. পিতার বর্তমান বয়স তার পুত্রের বয়সের 4 গুণ।যদি 5 বছর আগে পিতার বয়স তার পুত্রের বয়সের 9 গুণ থেকে থাকে তবে তার বর্তমান বয়স কত?

A. 32 বছর

B. 40 বছর

C. 10 বছর

D. 2 বছর

11. A এবং B-এর বর্তমান বয়সের অনুপাত 5 ∶ 6। 7 বছর পর এই অনুপাতটি 6 ∶ 7-এ দাঁড়ায়। A-এর বর্তমান বয়স কত ?

Kolkata Police SI & Sergeant (Held on 27th March 2022)

A. 32 বছর

B. 30 বছর

C. 33 বছর

D. 35 বছর

12. অজয় বিজয়ের থেকে ততটা ছোট যতটা সে তরুণের থেকে বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, তবে অজয়ের বয়স কত ?

WBPSC Miscellaneous Preliminary Exam 2018 (Held On 3rd March 2018)

A. 23 বছর

B. 21 বছর

C. 24 বছর

D. 18 বছর

13. পিতার বয়স তার দুই পুত্রের বয়সের সমষ্টির দ্বিগুণ। 20 বছর পরে, পিতার বয়স তার দুই পুত্রের বয়সের সমষ্টির সমান হবে। পিতার বর্তমান বয়স কত?

UPPSC Civil Service 2020

A. 40 বছর 

B. 60 বছর 

C. 30 বছর 

D. 50 বছর 

14. আট বছর আগে, অশ্বিনের বয়স অর্পিতের বয়সের তিনগুণের চেয়ে 1 বছর কম ছিল। ছয় বছর আগে, অশ্বিনের বয়স অর্পিতের বয়সের দ্বিগুণের চেয়ে 1 বছর বেশী ছিল। 7 বছর পর, অর্পিতের বয়স কত হবে ?

RRC Group D Previous (Held On: 25 Sept 2018 Shift 3)

A. 19 বছর

B. 15 বছর

C. 16 বছর

D. 12 বছর

15. একটি পরিবারের 5 সন্তানের গড় বয়স 15 বছর। পিতা ও মাতার সাথে শিশুদের গড় বয়স 25 বছর। যদি বাবা মায়ের থেকে 4 বছরের বড় হয়, তাহলে মায়ের বয়স (বছরে) নির্ণয় করো।

SSC CHSL Tier-I Exam 2022 (Held On: 15 March, 2023 Shift 1)

A. 46

B. 48

C. 52

D. 44



Answers

1. B. 12 বছর

2. C. 32 বছর

3. D. 55 বছর

4. B. 35 বছর

5. D. 41 বছর

6. B. 36 বছর

7. D. 6 বছর

8. C. 16 বছর

9. B. 30

10. A. 32 বছর

11. D. 35 বছর

12. C. 24 বছর

13. A. 40 বছর 

14. A. 19 বছর

15. B. 48

Post a Comment

0Comments

Post a Comment (0)