মাধ্যমিক
ভৌতবিজ্ঞান
প্রথম অধ্যায়
পরিবেশের জন্য ভাবনা
1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ
MCQ প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক 2025 এর ভৌতবিজ্ঞান সাজেশন। Madhyamik 2025 Physical Science Suggestion. Question and Answer.
সঠিক উত্তরটি নির্বাচন করো। (প্রতিটি প্রশ্নের মান — 1)
1. প্রদত্ত কোন গ্যাস ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে ? ME 2023
A. কার্বন ডাই অক্সাইড
B. Ar
C. CFC
D. He
উত্তর - CFC
2. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? ME 2018
A. N₂O
B. CH₄
C. CO₂
D. H₂O বাষ্প
উত্তর - C. CO₂
3. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ME 2020
A. NO
B. N₂O
C. CO₂
D. CFC
উত্তর - C. CO₂
4. সৌর বিকিরণের যে রশ্মি গ্রিনহাউস এফেক্টর জন্য দায়ী, তা হল —
A. X-রশ্মি
B. অবলোহিত রশ্মি
C. অতিবেগুনি রশ্মি
D. গামা রশ্মি
উত্তর - B. অবলোহিত রশ্মি
5. প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয় — ME 2017
A. মিথেন
B. জলীয় বাষ্প
C. কার্বন ডাই অক্সাইড
D. অক্সিজেন
উত্তর - D. অক্সিজেন
6. বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? ME 2022
A. ট্রপোস্ফিয়ার
B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার
D. থার্মোস্ফিয়ার
উত্তর - A. ট্রপোস্ফিয়ার
7. স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় —
A. O2 এবং জলীয় বাষ্পের ক্রিয়ায়
B. UV রশ্মির সাথে O₂ এর ক্রিয়ায়
C. CFC এর সাথে O₂ এর ক্রিয়ায়
D. IR এর সাথে O₂ এর ক্রিয়ায়
উত্তর - B. UV রশ্মির সাথে O2 এর ক্রিয়ায়
8. ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে —
A. CO₂
B. H₂O
C. CFC
D. N₂
উত্তর - C. CFC
9. বায়ুমন্ডলের শীতলতম স্তরটি হল —
A. স্ট্র্যাটোস্ফিয়ার
B. আয়নোস্ফিয়ার
C. ওজনোস্ফিয়ার
D. মেসোস্ফিয়ার
উত্তর - D. মেসোস্ফিয়ার
10. কোন গ্যাসটি অবলোহিত রশ্মি শোষণ করে না —
A. O₂
B. CO₂
C. N₂O
D. CH₄
উত্তর - A. O₂
11. বায়ুমন্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন থাকে?
A. মেসোস্ফিয়ার
B. থার্মোস্ফিয়ার
C. এক্সোস্ফিয়ার
D. ম্যাগনেটোস্ফিয়ার
উত্তর - C. এক্সোস্ফিয়ার
12. ওজোন স্তরের ঘনত্ব যে এককে প্রকাশ করা হয় তা হলো —
A. AU
B. MU
C. AMU
D. DU
উত্তর - D. DU
13. মেরুজ্যোতি উৎপন্ন হয় বায়ুমন্ডলের যে স্তরে তা হলো —
A. ওজনোস্ফিয়ার
B. আয়নোস্ফিয়ার
C. ট্রপোপজ
D. মেসোস্ফিয়ার
উত্তর - B. আয়নোস্ফিয়ার
14. বায়ুমণ্ডলের ওজোন স্তর সৃষ্টি হওয়ার কারণ হলো —
A. রাসায়নিক বিক্রিয়া
B. আলোক-রাসায়নিক বিক্রিয়া
C. নিউক্লিয় বিক্রিয়া
D. তড়িৎ-রাসায়নিক প্রক্রিয়া
উত্তর - B. আলোক-রাসায়নিক বিক্রিয়া
15. বায়ুমন্ডলের উষ্ণতম স্তরটি হল —
A. ট্রপোস্ফিয়ার
B. মেসোস্ফিয়ার
C. স্ট্র্যাটোস্ফিয়ার
D. থার্মোস্ফিয়ার
উত্তর - D. থার্মোস্ফিয়ার
তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও পোস্টটি।