1.3 প্রাণী হরমোন - MCQ প্রশ্ন ও উত্তর

Sourav Sir
0

 মাধ্যমিক

জীববিজ্ঞান 

প্রথম অধ্যায়

1.3 প্রাণী হরমোন 




MCQ প্রশ্ন ও উত্তর 

1. প্রদত্ত বাক্য গুলো পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটিকে চিহ্নিত করো —

(ক) FSH, LH ও প্রোল্যাকটিন হল বিভিন্ন ধরনের GTH

(খ) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়

(গ) ইনসুলিন কোশপর্দার মাধ্যমে কোষের ভেতরে গ্লুকোজের শোষণের সাহায্য করে

(ঘ) প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে

উত্তর - (খ) অ্যাড্রিনালিন হার্দ-উৎপাদ কমায়

2. বিপদের সময় কোন হরমোনের ক্ষরণ মানবদেহে বৃদ্ধি পায় তা শনাক্ত করো —

(ক) GTH

(খ) ACTH 

(গ) অ্যাড্রিনালিন

(ঘ) TSH

উত্তর - (গ) অ্যাড্রিনালিন

3. সঠিক জোড়টি নির্বাচন করো—

(ক) প্রোল্যাকটিন — BMR বৃদ্ধি 

(খ) ইস্ট্রোজেন — রজঃচক্র নিয়ন্ত্রণ ও ডিম্বানু উৎপাদন 

(গ) গ্লুকাগন — নিওগ্লুকোজেনেসিস এর হার হ্রাস

(ঘ) ACTH — স্পার্মাটোজেনেসিস নিয়ন্ত্রণ 

উত্তর - (খ) ইস্ট্রোজেন — রজঃচক্র নিয়ন্ত্রণ ও ডিম্বানু উৎপাদন

4. কোনো মানুষ এই রোগে আক্রান্ত হলে বারবার মূত্র ত্যাগ করে, অত্যধিক তৃষ্ণা বোধ হয় এবং অভিযোজন এর প্রবণতা দেখা যায়। আক্রান্ত ব্যক্তির চোখ, বৃক্ক ও হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। সমস্যাটি চিহ্নিত করো —

(ক) গয়টার

(খ)‌ বহুমূত্র 

(গ) বামনত্ব

(ঘ) মধুমেহ

উত্তর - (ঘ) মধুমেহ

5. নিচের কোন জোড়টি সঠিক?

(ক) অ্যাসেটাইলকোলিন — নিউরোট্রান্সমিটার 

(খ) ইনসুলিন — নিউরোট্রান্সমিটার 

(গ) টেস্টোস্টেরন — নিউরোট্রান্সমিটার 

(ঘ) থাইরক্সিন — নিউরোট্রান্সমিটার 

উত্তর - (ক) অ্যাসেটাইলকোলিন — নিউরোট্রান্সমিটার 

6. সঠিক জোড়টি নির্বাচন করো—

(ক) ইনসুলিন — লোহিত কণিকার ক্রমপরিণতি ঘটায় 

(খ) LH — প্রীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় (স্ত্রীদেহে)

(গ) থাইরক্সিন — ACTH ক্ষরণে উদ্দীপনা জোগায়

(ঘ) অ্যাড্রেনালিন — রজঃচক্র ঘটায়

উত্তর - (খ) LH — প্রীতগ্রন্থির বৃদ্ধি ঘটায় (স্ত্রীদেহে)

7. বয়ঃসন্ধিকালে ছেলেদের গলার স্বর মোটা হয় যে হরমোনের জন্য সেটি নির্বাচন করো—

(ক) থাইরক্সিন 

(খ) ইস্ট্রোজেন 

(গ) টেস্টোস্টেরন

(ঘ) প্রোজেস্টেরন 

উত্তর - (গ) টেস্টোস্টেরন

8. নিচের কোনটি হরমোনের ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ তা স্থির করো —

(ক) GnRH > প্রোজেস্টেরন > GTH

(খ) TRH > TSH > থাইরক্সিন 

(গ) অ্যাড্রেনালিন > CRH > ACTH

(ঘ) STH > SRH > থাইরক্সিন 

উত্তর - (খ) TRH > TSH > থাইরক্সিন

9. নিচের যেটি ইনসুলিনের কম ক্ষরণের ফলে সৃষ্ট রোগের উপসর্গ নয়, তা স্থির করো —

(ক) মুত্রে গ্লুকোজের উপস্থিতি 

(খ) ঘনঘন খিদে পাওয়া 

(গ) ঘনঘন তৃষ্ণার অনুভূতি 

(ঘ) ঘন ঘন লঘুমুত্র ত্যাগ 

উত্তর - (ঘ) ঘন ঘন লঘুমুত্র ত্যাগ 

10. ক্যালোরিজেনিক হরমোন বলা হয় —

(ক) STH

(খ) GTH

(গ) থাইরক্সিন 

(ঘ) ACTH

উত্তর - (গ) থাইরক্সিন 

11. গর্ভাবস্থা নিয়ন্ত্রণকারী হরমোন হলো —

(ক) ইস্ট্রোজেন 

(খ) প্রোজেস্টেরন 

(গ) ADH

(ঘ) টেস্টোস্টেরন 

উত্তর - (খ) প্রোজেস্টেরন

12. প্রাণীদের প্রধান বৃদ্ধিসহায়ক হরমোন —

(ক) STH

(খ) অ্যাড্রেনালিন 

(গ) ACTH

(ঘ) ইনসুলিন 

উত্তর - (ক) STH

13. রক্তের অতিরিক্ত গ্লুকোজকে যকৃ্ৎ ও পেশী কোশের গ্লাইকোজেনে রূপান্তরকারী হরমোনটির নাম হলো —

(ক) গ্লুকাগন 

(খ) অ্যাড্রেনালিন 

(গ) ইনসুলিন 

(ঘ) থাইরক্সিন 

উত্তর - (গ) ইনসুলিন

14. অ্যান্টিকিটোজেনিক হরমোনটি হলো —

(ক) ইনসুলিন 

(খ) গ্লুকাগন 

(গ) STH

(ঘ) প্রোল্যাকটিন

উত্তর - (ক) ইনসুলিন

15. তারারন্ধ্রের প্রসারণ ও অশ্রুগ্রন্থির ক্ষরণ বৃদ্ধি করে কোন্ হরমোন — 

(ক) ইনসুলিন 

(খ) অ্যাড্রিনালিন

(গ) থাইরক্সিন 

(ঘ) ইস্ট্রোজেন 

উত্তর - (খ) অ্যাড্রিনালিন

Post a Comment

0Comments

Post a Comment (0)