মাধ্যমিক
ভৌতবিজ্ঞান
পঞ্চম অধ্যায় - আলো
5.1 গোলীয় দর্পনে আলোর প্রতিফলন
MCQ প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক 2025 এর ভৌতবিজ্ঞান সাজেশন। Madhyamik 2025 Physical Science Suggestion. Question and Answer.
1. বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার ও অসদ হয় —
A. উত্তল দর্পণে
B. অবতল দর্পণে
C. সমতল দর্পণে
D. অধিবৃত্তীয় দর্পণ
উত্তর - A. উত্তল দর্পণে
2. কোন সমতল দর্পণ তোমার দিকে 20 cm/s বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ হবে —
A. 20 cm/s
B. 30 cm/s
C. 40 cm/s
D. 10 cm/s
উত্তর - C. 40 cm/s
3. একটি অবতল দর্পণের সামনে কোথায় কোন বস্তু রাখলে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে?
A. বক্রতা কেন্দ্রে
B. ফোকাসে
C. মেরুতে
D. অসীমে
উত্তর - A. বক্রতা কেন্দ্রে
4. একটি উত্তল বা অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর —
A. মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যায়
B. প্রধান অক্ষের সমান্তরাল ভাবে যায়
C. একই পথে ফিরে যায়
D. মুখ্য ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়
উত্তর - C. একই পথে ফিরে যায়
5. বস্তু অপেক্ষা বৃহত্তর অসদবিম্ব তৈরি করতে প্রয়োজন —
A. সমতল দর্পণ
B. অবতল দর্পণ
C. উত্তল দর্পণ
D. অধিবৃত্তীয় দর্পণ
উত্তর - B. অবতল দর্পণ
6. বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য —
A. কমে
B. বাড়ে
C. একই থাকে
D. নির্দিষ্ট নয়
উত্তর - A. কমে
7. দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন —
ME 2019, 2022
A. উত্তল দর্পণ
B. উত্তল লেন্স
C. অবতল দর্পণ
D. অবতল লেন্স
উত্তর - C. অবতল দর্পণ
8. কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে 45° কোণ উৎপন্ন করলে আপতন কোণের মান হবে —
ME 2023
A. 90°
B. 22.5°
C. 45°
D. 135°
উত্তর - C. 45°
9. একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 cm হলে, দর্পণের ফোকাস দৈর্ঘ্য হবে —
A. 20 cm
B. 15 cm
C. 10 cm
D. 40 cm
উত্তর - C. 10 cm
10. কোনো অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তু রাখলে, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন হবে —
A. 1 এর বেশি
B. 1 এর সমান
C. 1 এর কম
D. প্রদত্ত সবকটি
উত্তর - B. 1 এর সমান
11. কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তু সাপেক্ষে —
A. বড় ও অবশীর্ষ
B. ছোট ও অবশীর্ষ
C. সমান ও অবশীর্ষ
D. সমান ও সমশীর্ষ
উত্তর - A. বড় ও অবশীর্ষ
12. একটি অবতল দর্পণ থেকে অসীম দূরত্বে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়?
A. ফোকাস ও বক্রতাকেন্দ্রের মধ্যে
B. বক্রতাকেন্দ্রে
C. মেরু ও ফোকাসের মধ্যে
D. ফোকাসে
উত্তর - D. ফোকাসে
13. গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ 'r' এবং ফোকাস দৈর্ঘ্য 'f' এর মধ্যে সম্পর্ক টি হল —
A. f=2r
B. r=2f
C. r=f
D. r=3f
উত্তর - B. r=2f
14. এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় প্রতিবিম্ব দেখতে পায় দর্পণটি কি প্রকৃতির?
A. উত্তল
B. অবতল
C. সমতল
D. গোলীয়
উত্তর - B. অবতল
তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের আগত মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও পোস্টটি।