পঞ্চম শ্রেণী
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
SET 1
প্রশ্ন ও উত্তর
Class V Question and Answer.
১. নীচের প্রশ্নগুলির এককথায় উত্তর দাও:
১.১ প্রথম কত সালে রিকশা কলকাতায় আসে?
উত্তর - ১৯০০ সালে
১.২ 'পথের পাঁচালী' বইটির লেখক কে?
উত্তর - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১.৩ পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কী?
উত্তর - কয়লা।
১.৪ তোমার দেখা চারটি মাছের নাম লেখো।
উত্তর - রুই, কাতলা, ইলিশ, মাগুর।
১.৫ কোন্ যন্ত্রের দ্বারা হৃৎপিন্ডের শব্দ জোরে শোনা যায়?
উত্তর - স্টেথোস্কোপ
১.৬ পশ্চিমবঙ্গের কোন্ বনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়?
উত্তর - সুন্দরবন
২. শূন্যস্থান পূরণ করো:
২.১ হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় _______ সালে।
উত্তর - ১৯৫৩ সালে।
২.২ _________ জেলায় সীতাভোগ ও মিহিদানা বিখ্যাত।
উত্তর - পূর্ব বর্ধমান।
২.৩ কুলিক পাখিরালয় পশ্চিমবঙ্গের _________ জেলায় অবস্থিত।
উত্তর - দক্ষিণ ২৪ পরগনা।
২.৪ কাঁধ থেকে কনুই পর্যন্ত হাড়কে _________ বলে।
উত্তর - হিউমেরাস
২.৫ আয়লা ________ সালে হয়েছিল।
উত্তর - ২০০৯ সালে।
৩. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
৩.১ সুনামি হয়েছিল — (২০০৩/২০০৪/ ২০০৫) সালে।
উত্তর - ২০০৪ সালে।
৩.২ আমাদের শরীরের বর্ম হল — (মাংস / নার্ভ / চামড়া)।
উত্তর - চামড়া।
৩.৩ (১৫ জুন/১৬ জুন/১৮ জুন) — হল বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস।
উত্তর - ১৫ জুন।
৩.৪ একটি দূষণহীন যানবাহন হল (ট্র্যাক্টর/ সাইকেল/ মোটর বাইক)।
উত্তর - সাইকেল।
৩.৫ প্রজাতন্ত্র দিবস পালন করা হয় (২৩ জানুয়ারি / ২৬ জানুয়ারি / ১৫ আগস্ট)।
উত্তর - ২৬ জানুয়ারি।