RRB GK PART 2

Sourav Sir
0
 ভারতীয় রেলের বিগত পরীক্ষায় আগত সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন সমূহ 
ভারতীয় রেলের বিভিন্ন পরীক্ষায় (NTPC, ALP, TECHNICIAN, RPF, GROUP D) সাধারণ জ্ঞান (General Knowledge) থেকে আগত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হল। 
One Liner GK Questions.


1. 2027 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে? 
উত্তর - সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

2. ভারতবর্ষের প্রথম ব্যাঙ্কের নাম কি?
উত্তর - ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।

3. সিমলা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়?
উত্তর - 1972 সালে।

4. ভারতবর্ষের কোন মৌলিক অধিকার প্রবাসীদের ক্ষেত্রেও প্রযোজ্য?
উত্তর - ধারা 21, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার।

5. শনি গ্রহে কোন কোন গ্যাস পাওয়া যায়?
উত্তর - হাইড্রোজেন ও হিলিয়াম।

6. ওয়েব ব্রাউজারে কোন সর্টকাট কি ওয়েব ব্রাউজিংকে এক্সপেন্ড করতে ব্যবহৃত হয়?
উত্তর - এফ 11 (F11)

7. DBMS -এর পুরো কথা কি?
উত্তর - Database managment system

8. মাটি সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত?
উত্তর - পেডোলজি।

9. স্নুকারে কতগুলি বল থাকে?
উত্তর - 22টা।

10. ভারতবর্ষে হোমরুল আন্দোলন কে শুরু করেছিলেন?
উত্তর - অ্যানি বেসান্ত।

11. কোন সালে কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপিত হয়?
উত্তর -1975 সালে।

12. কোন অঙ্গ রক্ত থেকে রেচন পদার্থ নির্গমন করে? 
উত্তর - কিডনি।

13. UNFCC-র পুরো নাম কি?
উত্তর - United Nations Framework Convention of Climate Change |

14. বিতস্তা ও ঝিলাম কোন নদীর উপনদী?
উত্তর - সিন্ধু।

15. দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 
উত্তর - 1931 সালের সেপ্টেম্বর মাসে।

16. বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত?
উত্তর - 78 শতাংশ।

17.  জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়?
উত্তর - 28শে ফেব্রুয়ারি।

18. ইসরোর (ISRO) সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর - বেঙ্গালুরু।

19. গৌতম বুদ্ধ কোথায় প্রথম তাঁর ধর্মমত প্রচার করেছিলেন?
উত্তর - সারনাথ।

20. গুপ্তবংশের মূল প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর - প্রথম চন্দ্রগুপ্ত।





👉 RRB GK PART 3


পোস্টটি ভালো লাগলে এবং তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিও।

এরকম আরো পোস্ট পেতে পেজটিতে ডেলি ভিজিট করুন।
প্রতিদিন MCQ লাইভ ক্যুইজ (Live Quiz) দিতে টেলিগ্রাম (Telegram) চ্যানেল জয়েন করুন। 
Mock4prep - https://t.me/mock4prepgroup
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)