ভারতীয় রেলের বিগত পরীক্ষায় আগত সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন সমূহ
ভারতীয় রেলের বিভিন্ন পরীক্ষায় (NTPC, ALP, TECHNICIAN, RPF, GROUP D) সাধারণ জ্ঞান (General Knowledge) থেকে আগত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হল।
One Liner GK Questions.
1. চোলবংশের শেষ শাসকের নাম কি?
উত্তর - তৃতীয় রাজেন্দ্র চোল।
2. সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর - অল ইন্ডিয়া। ফরওয়ার্ড ব্লক।
3. নাগাল্যান্ডের সরকারি ভাষা কি?
উত্তর - ইংরেজি।
4. উড়ন্ত শিখ নামে কে পরিচিত?
উত্তর - মিলখা সিং।
5. অক্সিজেনের পরমাণু সংখ্যা কত?
উত্তর - 8
6. পাকিস্তানের সাংসদ ভবনের নাম কি?
উত্তর - মজলিস ই সোরা।
7. বেলুড়মঠ কোথায় অবস্থিত?
উত্তর - পশ্চিমবঙ্গে।
8. টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর - ব্যাডমিন্টন।
9. গোয়ার সরকারি ভাষা কি?
উত্তর - কোঙ্কনি।
10. ইস্পাত ও লোহায় গ্যালভানাইজেশন করা হয় কোন ধাতু দিয়ে?
উত্তর - জিঙ্ক।
Mock4prep - Telegram Channel for daily Live Quiz.
11. পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর - ডেনমার্ক।
12. মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত?
উত্তর - 98.6°F (37°C)
13. এলাহাবাদের পূর্ব নাম কি ছিল?
উত্তর - প্রয়াগ (বর্তমানে প্রয়াগরাজ)।
14. লিভার সংক্রান্ত বিদ্যার নাম কি?
উত্তর - হেপাটোলজি।
15. আইসিসির (ICC) পূর্ব নাম কি?
উত্তর - ইমপিরিয়াল ক্রিকেট কনফারেন্স।
16. মানবদেহের পরিপাকে কোন অ্যাসিড কাজ করে?
উত্তর - হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)।
17. পৃথিবীর দুই তৃতীয়াংশ এক শৃঙ্গ গণ্ডার কোথায় থাকে?
উত্তর - কাজিরাঙা ন্যাশনাল পার্ক (আসাম)।
18. রজার ফেডেরার কোন দেশের খেলোয়াড়?
উত্তর - সুইৎজারল্যান্ড।
19. ভিমবেটকা রক সেল্টার কোথায় অবস্থিত?
উত্তর - মধ্যপ্রদেশ।
20. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর সাহায্যে?
উত্তর - টাংস্টেন।
👉 RRB GK PART 2
👉 RRB GK PART 3
পোস্টটি ভালো লাগলে এবং তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দিও।
এরকম আরো পোস্ট পেতে পেজটিতে ডেলি ভিজিট করুন।
প্রতিদিন MCQ লাইভ ক্যুইজ (Live Quiz) দিতে টেলিগ্রাম (Telegram) চ্যানেল জয়েন করুন।
Mock4prep - https://t.me/mock4prepgroup