যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় রিজনিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। সিরিজ - নাম্বার সিরিজ ও অ্যালফাবেট সিরিজ (Number Series & Alphabet Series) থেকে প্রশ্ন পরীক্ষায় আসেই। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তাই নীচে দেওয়া হলো প্র্যাকটিস করার জন্য। উত্তরও দেওয়া হলো শেষে।
Reasoning - Series Previos Year Questions Set 1
1. প্রদত্ত ক্রমটিকে দেখুন: 8, 43, 11, 41, _, 39, 17
শূন্যস্থানে কোন্ সংখ্যাটি বসবে ?
(a) 8
(b) 14
(c) 43
(d) 44
2. এই ক্রমটির পরবর্তীতে কি বসবে ?
FAG, GAF, HAI, IAH, ______
(a) JAK
(b) GAK
(c) JAI
(d) HAK
3. একটি সিরিজের (series) কিছু অক্ষর বাদ আছে। সেই অক্ষরগুলি পরপর সাজান।
a _ ba _ b _ b _ a _ b
(a) aabba
(b) bbabb
(c) abbab
(d) abaab
4. সিরিজটি (series) সম্পূর্ণ করুন:
GH, JL, NQ, SW, YD, ?
(a) EL
(b) FL
(c) FJ
(d) EJ
5. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 5, 9, ?, 20, 27
(a) 18
(b) 24
(c) 16
(d) 14
6. নীচের সিরিজটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণ দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?
ab___bca___ab___bc___ca
(a) cbab
(b) caca
(c) ccab
(d) bcca
7. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?
M, N, O, L, R, I, V, ?
(a) K
(b) E
(c) H
(d)
8. প্রশ্নবোধক (?) স্থানে কী বসবে?
3, 7, 13, 21, 31, ?
(a) 37
(b) 42
(c) 34
(d) 43
9. প্রশ্নচিহ্নের স্থানে কী বসবে?
A, I, P, V, A, E, ?
(a) H
(b) E
(c) G
(d) F
10. প্রশ্নচিহ্নের স্থানে কী বসবে?
48, 24, 96, 48, 192, ?
(a) 98
11. প্রশ্নচিহ্নের স্থানে কী বসবে?
BMX, DNW, FOV, ?
(a) HPT
(b) GHO
(c) HPU
(d) GPS
12. প্রশ্নচিহ্নের স্থানে কী বসবে?
3F, 6G, 11I, 18L, ?
(a) 27Q
(b) 27P
(c) 25P
(d) 25N
13. নীচের ক্রমটির শূন্যস্থানগুলি পর পর কোন বর্ণমালা দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে?
a_bc_a_bcda_ccd_bcd_
(a) adbcad
(b) abddbd
(c) adbbad
(d) acbdbb
14. নীচের অংকগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে। পরের অংকটি
1, 4, 9, 16, 25, 36, 49, ...
(a) 55
(b) 60
(c) 64
(d) 98
15. নীচের বিশেষ ক্রমে সাজানো পদগুলির পরের পদ কি হবে?
AC, FH, KM, PR, ?
(a) UW
(b) VW
(c) UX
(d) TV
Answers:
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.
12.
13.
14.
15.
👉 Reasoning - Series Previos Year Questions Set 1