অনুপাত ও সমানুপাত
এই পোস্টে তোমাদের জন্য নিয়ে এসেছি অনুপাত ও সমানুপাত (Ratio & Proportion) এর MCQ প্রশ্ন ও উত্তর।
Ratio & Proportion MCQ with Answers.
West Bengal Police Constable | RRB NTPC | RRB GROUP D EXAM
1. A : B = 3 : 4, B : C = 6
: 5 হলে, A : C - এর মান কত ?
(a) 5 : 7
(b) 9 : 10
(c) 10 : 11
(d) 8 : 9
2. একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5 : 8 : 3 এবং মোট টাকার মূল্য 144 টাকা। 50 পয়সার মুদ্রার সংখ্যা কত?
(a) 150
(b) 140
(c) 200
(d) 175
3. দুটি সংখ্যার অনুপাত 5 : 8 এবং তাদের পার্থক্য 69 হলে, বড় সংখ্যাটি কত?
(a) 115
(b) 128
(c) 184
(d) 112
4. তিনটি সংখ্যার অনুপাত 1 : 2 : 3 এবং তাদের গ.সা.গু. (H.C.F.) 12 হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
(a) 15
(b) 12
(c) 36
(d) 30
5. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2 : 1 হলে, 10 বছর পরে তাদের বয়স কত হবে?
(a) 65 বছর, 55 বছর
(b) 70 বছর, 50 বছর
(c) 75 বছর, 45 বছর
(d) 80 বছর, 40 বছর
6. A এবং B এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। তাদের আয় এ বছর 2:3 এবং 4:5 অনুপাতে বৃদ্ধি পায়। যদি এ বছর তাদের মোট আয় 28500 টাকা হয় তবে এবছর A-এর আয় কত টাকা?
(a) 13000
(b) 13500
(c) 12500
(d) 12000
7. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:1। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
(a) 56, 21
(b) 64, 24
(c) 40, 15
(d) 48, 18
8. 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতী কত?
(a) 72
(b) 96
(c) 48
(d) 64
9. X ও Y-এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। Y-এর বর্তমান বয়স কত?
(a) 50 বছর
(b) 30 বছর
(c) 60 বছর
(d) 40 বছর
10. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত?
(a) 48 বছর
(b) 24 বছর
(c) 36 বছর
(d) 30 বছর