GENERAL KNOWLEDGE - MCQ QUESTION & ANSWER

Sourav Sir
0
Hello everyone.
লেখন তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছে। এগুলো তোমাদের যেকোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে প্রধান বিচারপতি কে ছিলেন?
A. অমরেন্দ্রনাথ সেন
B. শঙ্কর প্রসাদ মিত্র
C. আনন্দময় ভট্টাচার্য
D. উপরের কোনোটাই নয়।

2. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড ক্লাইভ
B. ওয়ারেন হেস্টিংস
C. লর্ড বেন্টিঙ্ক
D. লর্ড ক্যানিং

3. নীচের কে বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন?
A. রবার্ট ক্লাইভ
B. উইলিয়াম বেন্টিঙ্ক
C. ডুপ্লেক্স
D. ওয়েলেসলি

4. সালাল বাঁধ নিম্নলিখিত কোন নদীর উপর নির্মিত হয়েছে?
A. চন্দ্রভাগা
B. মহানদী
C. কৃষ্ণা
D. শতদ্রু

5. সম্বর লবণাক্ত হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
A. পশ্চিমবঙ্গ
B. রাজস্থান
C. গুজরাট
D. অসম

6. কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত ছিল?
A. গঙ্গা
B. দামোদর নদ
C. সরযূ
D. মহানদী

7. সুভাষ চন্দ্র বসুর পদত্যাগের পর কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন?
A. রাজেন্দ্র প্রসাদ
B. সর্দার প্যাটেল
C. মৌলানা আবুল কালাম আজাদ
D. পট্টাভী সীতারামাইয়া

8. 'হোয়াই আই অ্যাম অ্যান এথেইস্ট' (Why I am an Atheist) বইটির সাথে নীচের কে যুক্ত?
A. জহরলাল নেহরু
B. সুভাষচন্দ্র বসু
C. ভগৎ সিং
D. রাজা রামমোহন রায়

9. মানব দেহের সবচেয়ে শক্ত টিস্যু।
A. এপিডার্মিস
B. তরুণাস্থি
C. কঙ্কাল পেশী
D. দাঁতের এনামেল

10. একমাত্র প্রাণীজ উৎসের ভিটামিনটি হল
A. ভিটামিন B12
B. ভিটামিন B1
C. ভিটামিন B6
D. ভিটামিন B2

11. প্রোটিনের প্রধান উপাদান কী?
A. হাইড্রোজেন
B. নাইট্রোজেন
C. অক্সিজেন
D. কার্বন

12. কম্পাঙ্কের একক হল
A. কেজি-মিটার
B. সেকেন্ড
C. হার্জ
D. ডেসিবেল

13. শিশুমৃত্যুর হার বলতে কী বোঝায়?
A. প্রতি 1000 জন্মের জন্য পঞ্চম জন্মদিনের আগেই শিশুমৃত্যুর অনুপাত
B. প্রতি 1000 জন্মের জন্য প্রথম জন্মদিনের আগেই শিশুমৃত্যুর অনুপাত
C. প্রতি 100 জন্মের জন্য পঞ্চম জন্মদিনের আগেই শিশুমৃত্যুর অনুপাত
D. প্রতি 100 জন্মের জন্য প্রথম জন্মদিনের আগেই শিশুমৃত্যুর অনুপাত

14. দক্ষিণ-মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
A. ব্যাঙ্গালোর
B. চেন্নাই
C. কোচি
D. সেকেন্দ্রাবাদ

15. রাম্মাম (Rammam) জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত?
A. জলপাইগুড়ি
B. কোচবিহার
C বাঁকুড়া 
D. দার্জিলিং

16. ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
A. চিফ অফ ডিফেন্স স্টাফ বা প্রতিরক্ষা কর্মীদের প্রধান
B. প্রধানমন্ত্রী
C. রাষ্ট্রপতি
D. প্রতিরক্ষা মন্ত্রী

17. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি হওয়ার পূর্বে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন নি?
A. ডঃ এস. রাধাকৃষ্ণান
B. জাকির হুসেন
C. নীলম সঞ্জীবা রেড্ডি
D. আর ভেঙ্কটরমণ

18. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
A. 8ই মার্চ
B. 9ই জানুয়ারী
C. 7ই এপ্রিল
D. 27শে মে

19. কোন সালে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়?
A. 1990
B. 1994
C. 1996
D. 1998

20. সুন্দরবনকে কোন বছর বিশ্ব ঐতিহ্য অঞ্চল (ওয়ার্ল্ড হেরিটেজ সাইট) হিসাবে ঘোষণা করা হয়েছিল?
A. 1992
B. 1999
C. 1987
D. 1988
Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)